এলোমেলো ভাবনা : মোশারফ হোসেন
আমি সকাল-সন্ধ্যে পার করে যখন তার কথাগুলো আওড়াই, তখন মনে হয় সমস্ত জড়তাকে উপেক্ষা করে আকুন্ঠচিত্তে সমস্ত প্রাণ তার কাছে সঁপে দিই। সঁপে দিয়েই যেন মুক্তি পাই এই একগুয়ে জীবন থেকে।কিন্তু পারিনে। নিজেকে ছোট করতে কোথায় যেন বিশাল বাধা। কিন্তু অন্যের কাছে যদি ছোট না হতে পারি, তবে অন্যের প্রিয়ভাজন হবার আকুলতা যে একালে পূর্ণ্য হবার নয়। তার জন্য যদি এতোটুকুইবা না হতে পারি, তবে এতো ভালোবাসার জোর কিসে?মাঝে মাঝে ভাবি, এ আমিই তো! মানুষ তো!
দারুণ ভাবনা।
ReplyDelete