বাজি : তৈয়ব আলী ফারুক



এখন দেখি দোকান পাটে
যুবক ছেলের মেলা
সিগারেট সে হতে নিয়ে
করছে সময় হেলা।
:
সেথায় গিয়ে দেখতে পেলাম
নগদ টাকার বাজি
যুবক গুলো ধ্বংস হচ্ছে
হচ্ছে অনেক পাজি।
:
খেলায় যখন হারায় টাকা
করে অনেক নেশা 
চাঁদাবাজি করে চলে
নেইকো তাদের পেশা।
:
চোর ডাকাতি খুন খারাবি
যাচ্ছে অনেক বেড়ে
নারী সমাজ নষ্ট হচ্ছে
মাদক গেছে ছেড়ে।
:
চাঁদাবাজি যাচ্ছে বেড়ে
বাজি খেলার জন্য
পরিবারেও ঝগড়াঝাটি
আপন জন আর অন্য।
:
যুবক হল প্রধান শক্তি
প্রশাসন যে অন্ধ
যুবসমাজ নষ্ট হচ্ছে
করে নাতো বন্ধ।
:
উন্নতি যে করতে হলে
যুবসমাজ গড়ো
প্রশাসন আর সকল মানুষ
সঠিক পথটা ধরো।

রামখানা ইউনিয়ন
নাগেশ্বরী কলেজ

No comments

Powered by Blogger.