গাঁয়ের ভিটে : আঞ্জুমান আরা




গাঁয়ে আমার বসত ভিটে

সবাই বলে চাষী

নিঃস্ব আমি তবুও সদা

গাঁ কেই ভালোবাসি।



লাঙ্গল টানি পরের ক্ষেতে

খাটি পেটে ভাতে।

দিন চলে যায় শ্রমের দামে

ভাগ্য রয়না সাথে।



শুষ্ক দেহ হাড্ডি ক' খান

অপুষ্টি আর রোগে,

অনাহার আর অর্ধাহারে

মরছি ভুগে ভুগে।



সবুজ পাতায় ছাওয়া গাঁয়ে

ফসল ভরা মাঠ,

উর্বর মাটি দেয় আমাদের

সোনালী ধান পাট।



মাটি ফুঁড়ে জন্মে কত

ফল ফলাদির গাছ।

ঝিল গুলোতে শাপলা ফোঁটে

পুকুর ভরা মাছ।



বাপ দাদারা এই ভিটেতে

জীবন করলো পার,

হোলাম না হয় চাষি আমি

কি আসে যায় কার?


পেটের ক্ষুধা দারিদ্রতা

লাগেনা তো মন্দ,


নিঃশ্বাস নিয়ে বুক ভরে যায়



সোনা মাটির গন্ধ।

No comments

Powered by Blogger.