অবুঝ মনটা তাকায় ফিরেকার পিছুটানে?আজও কেন মনটা কাঁদেকোন অভিমানে?মনটা বিশাল একটা পাহাড়বৃষ্টি এলেই ধ্বস নামে,কিংবা নদীর স্রোতের মতযখন তখন কূল ভাঙ্গে।মেঘের মত উড়ে বেড়ায়বৃষ্টি হয়ে ঝরে,গাছের মত বেড়ে উঠেপাতা হয়ে পড়ে।কষ্ট শুধু আসে আর যায়জোয়ার-ভাটার টানে,অবুঝ মনটা চেয়েই থাকেকারো পিছুটানে।
No comments