মা : এস. এম ফয়সাল মাহমুদ
মাগো তুমি আছো কোথায়?
একটু ফিরে চাও না হেথায়।
আঁখি জোড়া খুঁজে আমার
দেখা যখন পাই না তোমার।
মাগো আমি তোমার খোকা
তুমিহীনা আমি একা।
তোমার শীতল আঁচল তলে
রাখতাম তনু ক্লান্ত হলে।
মাগো আজ হারিয়ে তোমায়
নিস্ব আমি এই দরিয়ায়।
হঠাৎ কোথায় গেলে চলে?
সিক্ত আমি অশ্রুজলে।
মাগো তুমি মোর জননী
নিজ গুণে মা তুমি গুনী।
বলছি আমি মা দিবসে
ছিলাম ধন্য মা'র পরশে।
খিলগাঁও, ঢাকা-1219
একটু ফিরে চাও না হেথায়।
আঁখি জোড়া খুঁজে আমার
দেখা যখন পাই না তোমার।
মাগো আমি তোমার খোকা
তুমিহীনা আমি একা।
তোমার শীতল আঁচল তলে
রাখতাম তনু ক্লান্ত হলে।
মাগো আজ হারিয়ে তোমায়
নিস্ব আমি এই দরিয়ায়।
হঠাৎ কোথায় গেলে চলে?
সিক্ত আমি অশ্রুজলে।
মাগো তুমি মোর জননী
নিজ গুণে মা তুমি গুনী।
বলছি আমি মা দিবসে
ছিলাম ধন্য মা'র পরশে।
খিলগাঁও, ঢাকা-1219
No comments