আধুনিক ভূত : আঞ্জুমন আরা
প্রাচীন যুগে ভূত প্রেতে
সবাই পেতো ভয়,
এপার্টমেন্টে ভরেছে দেশ
ভূতেরা কোথায় রয়?
টাচ করেই বলছে কথা
সবাই স্মার্ট ফোনে,
বাড়িয়ে বলা ভূতের গল্প
কয়টা মানুষ শোনে?
আগে মানুষ অস্থির হতো
ভূত পেত্নীর জ্বালায়,
ডিজিটাল যুগে মানুষ দেখে
প্রেতাত্মাও পালায়।
গভীর রাতে ভয় দেখাতো
গাছের শাখা নেড়ে,
স্যটেলাইটে ভূতের সুখ আর
শান্তি নিলো কেড়ে।
গভীর জল আর মহাকাশে
খুঁজছে মানুষ সুখ,
এসব দেখে হচ্ছে মনে
মনুষগুলোই ভূত।
সবাই পেতো ভয়,
এপার্টমেন্টে ভরেছে দেশ
ভূতেরা কোথায় রয়?
টাচ করেই বলছে কথা
সবাই স্মার্ট ফোনে,
বাড়িয়ে বলা ভূতের গল্প
কয়টা মানুষ শোনে?
আগে মানুষ অস্থির হতো
ভূত পেত্নীর জ্বালায়,
ডিজিটাল যুগে মানুষ দেখে
প্রেতাত্মাও পালায়।
গভীর রাতে ভয় দেখাতো
গাছের শাখা নেড়ে,
স্যটেলাইটে ভূতের সুখ আর
শান্তি নিলো কেড়ে।
গভীর জল আর মহাকাশে
খুঁজছে মানুষ সুখ,
এসব দেখে হচ্ছে মনে
মনুষগুলোই ভূত।
বেশ ভালো
ReplyDelete