সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়িতে বৈশাখীমেলা




কিংবদন্তি বাংলা চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার মসূয়া গ্রামে আজ  থেকে ৫ দিনব্যাপী শুরু হচ্ছে বৈশাখীমেলা। 
জানা যায়, সত্যজিৎ রায়ের পূর্ব পুরুষ জমিদার হরি কিশোর রায় চৌধুরী প্রায় ২০০ বছর আগে শ্রী শ্রী কাল ভৈরব পূজা উপলক্ষে এ মেলার প্রচলন করেন। প্রতি বছর বৈশাখ মাসের শেষ বুধবার এ মেলা অনুষ্ঠিত হয়। বাড়ির প্রায় ৪ একর ভূমিসহ পার্শ¦বর্তী বিশাল এলাকাজুড়ে মেলার আয়োজন করা হয়। মিষ্টি, তৈজসপত্র, কসমেটিক, খেলনা, কাঠের জিনিসসহ নানাবিধ স্টল। প্রতিদিনই দূর-দূরান্ত থেকে হাজার হাজার মানুষ মেলায় আসেন। এ বাড়িতেই ১৮৬০ সালে জন্মগ্রহণ করেন সত্যজিৎ রায়ের পিতামহ প্রখ্যাত শিশুসাহিত্যিক উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। ১৮৮৭ সালে জন্মগ্রহণ করেন সত্যজিৎ রায়ের বাবা ছড়াকার সুকুমার রায়। দেশ ভাগের আগে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী সপরিবারে কলকাতা চলে যান। বর্তমানে বাড়িটি সরকারের রাজস্ব বিভাগের তত্ত্বাবধানে রয়েছে। 
সম্প্রতি পর্যটন বিভাগের উদ্যোগে বাড়িটিতে একটি বাংলো নির্মাণ, পুকুরঘাট ও রাস্তা সংস্কার করা হয়েছে। মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে কবি-সাহিত্যিকসহ দর্শনার্থীদের সমাগম ঘটে। এ উপলক্ষে কটিয়াদী সাহিত্য সংসদ ও সুকুমার রায় আবৃত্তি পরিষদ কবিতা পাঠের আয়োজন করেছে। মেলা কমিটির সভাপতি ইউএনও ইসরাত জাহান কেয়া জানান, মেলা সুষ্ঠুভাবে উদযাপনের জন্য ব্যাপক পদক্ষেপসহ নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। 
উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইন উদ্দিন বলেন, বাড়িটি কটিয়াদীবাসীর গর্ব। পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে সংস্কার করায় সাধুবাদ জানাই। 


সূত্র : ভোরের কাগজ

No comments

Powered by Blogger.