উৎসব : খায়রুল আলম রাজু



উৎসবে মেতে উঠি
বাঁজে ঢোল বাঁশি,
ধান কাটে চাষি ভাই
মুখে তার হাসি!

অতি তাপে ফোঁটা ফোঁটা
গায়ে ঝরে ঘাম,
কাঁচাপাকা টকমিঠা
ঝড়ে পড়ে আম।

ঝড় এলে আমতলা
মানুষের ভীড়,
বাজ পড়ে ডাল ভাঙ্গে
পাখিদের নীড়।

গ্রীষ্ম এলো রিতু-মিতু
যাবে নানা বাড়ি,
হাতে চুড়ি গলে মালা
গায়ে দিয়ে শাড়ি।


খায়রুল আলম রাজু
উচ্চ মাধ্যমিক ১ম বর্ষ।
জনাব আলী কলেজ।
বানিয়াচং,হবিগঞ্জ।

No comments

Powered by Blogger.