মেঘলা আকাশ থমথমিয়ে কালো কালো মেঘ জমিয়ে বইছে বাতাস জোরে, হঠাৎ করেই মেঘটা ঝরে সাদা সাদা শিলা পড়ে কালবৈশাখী ঝড়ে। যখন তখন তান্ডব শুরু বজ্রপাতের গুরু গুরু ওই শোনা যায় ডাক, ঝড়ো ঝড়ো রূপটি নিয়ে কালবৈশাখীর হাঁকটি দিয়ে এলো রে বৈশাখ।
No comments