শিক্ষক : মাহমুদুর রহমান খাঁন
উৎসর্গঃ শ্রদ্ধেয় জহিরুল আলম স্যারকে তাঁর শুভ জন্মদিন উপলক্ষে।
পিতা মাতার পরেই শিক্ষক
দেন আমাদের শিক্ষা,
তাদের থেকেই পাইযে মোরা
জীবন গড়ার দীক্ষা।
তাদের থেকেই পাইযে মোরা
জীবন গড়ার দীক্ষা।
হাসিমুখে চিরজীবন
করেন তাঁরা ত্যাগ,
শিক্ষকতা করেন ঝেড়ে
কষ্ট আর আবেগ।
করেন তাঁরা ত্যাগ,
শিক্ষকতা করেন ঝেড়ে
কষ্ট আর আবেগ।
শিক্ষা দিয়ে গড়েন তাঁরা
জ্ঞানময় এই বিশ্ব,
তাঁরাই মোদের শিক্ষাগুরু
আমরা তাঁদের শিষ্য।
জ্ঞানময় এই বিশ্ব,
তাঁরাই মোদের শিক্ষাগুরু
আমরা তাঁদের শিষ্য।
সফলতার চাবি তাঁরা
করেন মোদের দান,
তাঁদের থেকে শিক্ষা নিয়েই
আমরা গড়ি প্রাণ।
করেন মোদের দান,
তাঁদের থেকে শিক্ষা নিয়েই
আমরা গড়ি প্রাণ।
এই দুনিয়ায় মানুষ গড়ার
শিক্ষক আছেন যত,
তাঁদের প্রতি সালাম-শ্রদ্ধায়
মাথা করি নত।
শিক্ষক আছেন যত,
তাঁদের প্রতি সালাম-শ্রদ্ধায়
মাথা করি নত।
No comments